চাঁদ দেখে মাস গণনা করা সম্মানিত ইসলামী শরীয়ত উনার একটি অপরিহার্য বিধান। অথচ সউদী ওহাবী ইহুদী সরকারের উম্মুল কুরা চাঁদ না দেখে তাদের মনগড়া পদ্ধতিতে সারা বছরের জন্য একটি ক্যালেন্ডার রচনা করে এবং তা অনুসরণ করে তারিখ গণনা করে যাচ্ছে যা কখনোই সম্মানিত ইসলামী শরীয়তসম্মত নয়। যে ক্রাইটেরিয়া বা শর্ত দিয়ে তারা এই ক্যালেন্ডার রচনা করে সেটাই ভুলে ভরা অর্থাৎ সে অনুযায়ী আকাশে চাঁদ দৃশ্যমান অবস্থায় আসেনা ফলে সঠিক তারিখে মাস শুরু হয়না। চাঁদের আগাম ক্যালেন্ডার রচনা করা সম্ভব কিন্তু তা করতে প্রথমত প্রয়োজন সঠিক ক্রাইটেরিয়া বা শর্ত আর দ্বিতীয়ত প্রয়োজন চাঁদ দেখা না গেলে যে তারিখে মাস শুরু হবে তার উল্লেখ।
উল্লেখ্য, সঠিক শর্ত বা ক্রাইটেরিয়া অনুযায়ী চাঁদের আগাম ক্যালেন্ডার রচিত থাকলেও আকাশে চাঁদ তালাশ করতেই হবে যেহেতু প্রতিমাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া।