১) পশ্চিম আকাশে চাঁদ দেখতে হবে।
২) সূর্যের ডানে/বামে/উপরে চাঁদ তালাশ করতে হবে।
৩) সূর্যাস্ত ও চন্দ্রাস্ত সময় জানতে হবে। জানা না থাকলে কেন্দ্রে যোগাযোগ করে জেনে নিতে হবে।
৪) সূর্যাস্ত এবং চন্দ্রাস্তের সময়ের পার্থক্য জানতে হবে অর্থাৎ পশ্চিম আকাশে কতক্ষন চাঁদ তালাশ করবেন সেই সময়সীমা জানা থাকতে হবে।
৫) চাঁদের কিছু সম্ভাব্য চিত্র