আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
১৮ রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরী

সম্মানিত ইসলামী শরীয়ত উনার খাছ ফতওয়া অনুযায়ী প্রতি মাসেই চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার তারিখ সঠিক দিনে শুরু করতে হলে পূর্ববর্তী পবিত্র শা’বান শরীফ মাস উনার তারিখ জানা প্রয়োজন।

একইভাবে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার তারিখ শুরু করার পূর্বে পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার তারিখও জানা জরুরী। এ কারণে সকল মাসের চাঁদ তালাশ করা সম্মানিত ইসলামী শরীয়ত অনুযায়ী ওয়াজিবে কিফায়া।

কিন্তু সউদী ওহাবী ইহুদী সরকার মূলত পবিত্র রমাদ্বান শরীফ, পবিত্র শাওওয়াল শরীফ এবং পবিত্র যিলহজ্জ শরীফ এই তিন মাস উনার চাঁদ তালাশের আয়োজন করে।

বাকি মাসগুলো উম্মুল কুরা ক্যালেন্ডারকে অনুসরণ করে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সউদী ওহাবী ইহুদী সরকার এই তিন মাসে চাঁদ তালাশের নামমাত্র আয়োজন করে বাস্তবে তারা তাদের আগাম রচিত উম্মুল কুরা ক্যালেন্ডারকেই অনুসরণ করে।

অথচ প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া হলেও প্রতিমাসে সঠিক তারিখে মাস শুরু করা ফরয।

কিন্তু সউদী ওহাবী ইহুদী সরকার যে পদ্ধতিতে আরবী মাস উনাদের তারিখ ঘোষণা করে তাতে চাঁদ দেখে আরবী মাস শুরু হয়না এমনকি অনেক মাস উনার ত্রিশতম দিনেও চাঁদ দৃশ্যমান হয়না।