২৯শে রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরী, ১০ হাদী আশার ১৩৯১ শামসী, ৯ এপ্রিল ২০২৪ খৃঃ. ইয়াওমুস ছুলাছা বা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ নাই, অর্থাৎ ৩০ রমাদ্বান পূর্ণ করে আগামী ইয়াউমুল খমীস (বৃহস্পতিবার) ১লা শাওওয়াল, ঈদুল ফিতর। ঈদ মুবারক। ঈদাইন মুবারক।
বিস্তারিত২৯শে শা’বান শরীফ ১৪৪৬ হিজরী, ২রা আশির ১৩৯২ শামসী, ১লা মার্চ ২০২৫ খৃঃ, ইয়াওমুস সাবত (শনিবার) দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার, ঝালকাঠি, হবিগঞ্জ , মুন্সীগঞ্জ, বগুড়া, শরীয়তপুর,নূরানীগঞ্জ , গাজীপুর, নূরপুর, দিনাজপুর,নূরানীবাদ, বরিশাল, নওগাঁ , টাঙ্গাইল, রাজশাহী, ঢাকা, নোয়াখালী, চাঁদপুর ,নাটোর, কুমিল্লা, ফেনী ,পাবনা , চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, আমানবাড়িয়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র রমাদ্বান শরীফ উনার চাঁদ 🌙 দেখা গেছে।
বিস্তারিতচাঁদের সঠিক তারিখ নিশ্চিত করতে মাজলিসু রুইয়াতিল হিলাল
“চাঁদ দেখে রোযা রাখো, চাঁদ দেখে ঈদ করো” (হাদীছ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক অনুযায়ী আমল করতে হলে প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া এবং সঠিকভাবে চাঁদ তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা ফরয। চাঁদের তারিখ সঠিকভাবে শুরু না হলে প্রতি মাসের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ কখনই শুদ্ধ হবে না। তাই এ কাজের যথাযথ আনজাম দিতেই গঠিত হয়েছে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি- “মাজলিসু রুইয়াতিল হিলাল”।
আহলে সুন্নাতুল জামায়াত উনার আকিদাভুক্ত যে কোন ঈমানদার মুসলমান এই কমিটির সদস্য হতে পারেন।
০১৭১৩ ৪৫৬৮৬৫
আপনি কি জানেন ১৩৬৭ হিজরী (১৯৪৮ ঈসায়ী) সাল থেকে চলছে মুসলমান উনাদের পবিত্র ইবাদত হজ্জ নষ্ট করার ষড়যন্ত্র? সি.আই.এ ও অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাঈলের সহযোগিতায় সউদী ওহাবী ইহুদী সরকার চাঁদের তারিখ পরিবর্তন করার মাধ্যমে পবিত্র হজ্জ নষ্ট করতেছে।
সুতরাং মুসলমানদেরকে চাঁদ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কাফির-মুশরিক এবং ওহাবী ইহুদীদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচিত হবে। আর রক্ষা পাবে সাধারণ মানুষের মূল্যবান ঈমান-আক্বীদা ও সংশোধিত হবে তাদের আমল।