২৯ শে রবীউল আউওয়াল শরীফ ১৪৪৫ হিজরী, ১৬ খামিছ ১৩৯১ শামসী (১৫ অক্টোবর,২০২৩) আহাদি (রবিবার) দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউছ ছানি মাসের চাঁদ দেখা যায়নি।
বিস্তারিত২৯শে মাহে সফর ১৪৪৬ হিজরী, ৭ রবি ১৩৯২ শামসী, ৪ সেপ্টেম্বর ২০২৪ খৃঃ, ইয়াওমুল আরবিয়া দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলা থেকে পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গিয়েছে। ইদ মুবারক । অর্থাৎ ইয়াউমুল খমীস (বৃহস্পতিবার) ১ লা রবীউল আউওয়াল শরীফ। ১৯ রবি’ ১৩৯২ শামসী (১৬ সেপ্টেম্বর ২০২৪ খৃ:), ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) পালিত হবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত মহাপবিত্র ১২ই শরীফ তথা ১২ রবীউল আউওয়াল শরীফ। সুবহানাল্লাহ!
বিস্তারিতচাঁদের সঠিক তারিখ নিশ্চিত করতে মাজলিসু রুইয়াতিল হিলাল
“চাঁদ দেখে রোযা রাখো, চাঁদ দেখে ঈদ করো” (হাদীছ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক অনুযায়ী আমল করতে হলে প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া এবং সঠিকভাবে চাঁদ তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা ফরয। চাঁদের তারিখ সঠিকভাবে শুরু না হলে প্রতি মাসের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ কখনই শুদ্ধ হবে না। তাই এ কাজের যথাযথ আনজাম দিতেই গঠিত হয়েছে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি- “মাজলিসু রুইয়াতিল হিলাল”।
আহলে সুন্নাতুল জামায়াত উনার আকিদাভুক্ত যে কোন ঈমানদার মুসলমান এই কমিটির সদস্য হতে পারেন।
০১৭১৩ ৪৫৬৮৬৫
আপনি কি জানেন ১৩৬৭ হিজরী (১৯৪৮ ঈসায়ী) সাল থেকে চলছে মুসলমান উনাদের পবিত্র ইবাদত হজ্জ নষ্ট করার ষড়যন্ত্র? সি.আই.এ ও অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাঈলের সহযোগিতায় সউদী ওহাবী ইহুদী সরকার চাঁদের তারিখ পরিবর্তন করার মাধ্যমে পবিত্র হজ্জ নষ্ট করতেছে।
সুতরাং মুসলমানদেরকে চাঁদ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কাফির-মুশরিক এবং ওহাবী ইহুদীদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচিত হবে। আর রক্ষা পাবে সাধারণ মানুষের মূল্যবান ঈমান-আক্বীদা ও সংশোধিত হবে তাদের আমল।