২৯শে জুমাদাল উলা শরীফ ১৪৪৭ হিজরী, ২৩শে সাদিস ১৩৯৩ শামসী, ২১শে নভেম্বর ২০২৫ খৃঃ.), ইয়াওমুল জুমুয়াহ বা জুমুয়াবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে আগামী ২৯শে জুমাদাল উলা শরীফ ১৪৪৭ হিজরী, প্রতিটি মহল্লায় বা জেলায় জেলায় জুমুয়াবার দিবাগত সন্ধ্যায় পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
বিস্তারিত২৯শে রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ২৩শে খমীস ১৩৯৩ শামসী, ২২শে অক্টোবর ২০২৫ খৃঃ, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা যায়নি তাই রবীউছ ছানী মাস ৩০ দিন পূর্ণ করতে হবে অর্থাৎ জুমআ বার ১ লা জুমাদাল উলা।
বিস্তারিতচাঁদের সঠিক তারিখ নিশ্চিত করতে মাজলিসু রুইয়াতিল হিলাল
“চাঁদ দেখে রোযা রাখো, চাঁদ দেখে ঈদ করো” (হাদীছ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক অনুযায়ী আমল করতে হলে প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া এবং সঠিকভাবে চাঁদ তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা ফরয। চাঁদের তারিখ সঠিকভাবে শুরু না হলে প্রতি মাসের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ কখনই শুদ্ধ হবে না। তাই এ কাজের যথাযথ আনজাম দিতেই গঠিত হয়েছে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি- “মাজলিসু রুইয়াতিল হিলাল”।
আহলে সুন্নাতুল জামায়াত উনার আকিদাভুক্ত যে কোন ঈমানদার মুসলমান এই কমিটির সদস্য হতে পারেন।
০১৭১৩ ৪৫৬৮৬৫
আপনি কি জানেন ১৩৬৭ হিজরী (১৯৪৮ ঈসায়ী) সাল থেকে চলছে মুসলমান উনাদের পবিত্র ইবাদত হজ্জ নষ্ট করার ষড়যন্ত্র? সি.আই.এ ও অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাঈলের সহযোগিতায় সউদী ওহাবী ইহুদী সরকার চাঁদের তারিখ পরিবর্তন করার মাধ্যমে পবিত্র হজ্জ নষ্ট করতেছে।
সুতরাং মুসলমানদেরকে চাঁদ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কাফির-মুশরিক এবং ওহাবী ইহুদীদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচিত হবে। আর রক্ষা পাবে সাধারণ মানুষের মূল্যবান ঈমান-আক্বীদা ও সংশোধিত হবে তাদের আমল।