আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
১৭ রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরী

১৪২৫ হিজরী সনে উম্মুল কুরা ক্যালেন্ডারে পবিত্র পহেলা যিলহজ্জ শরীফ মাস উনার তারিখ ছিলো ১২ জানুয়ারী ২০০৫ ঈসায়ী, ইয়াওমুল আরবিয়া বা বুধবার। কিন্তু হঠাৎ করেই সউদী জাস্টিস ডিপার্টমেন্ট জানুয়ারীর ১৪ তারিখে অর্থাৎ মাস শুরু হওয়ার কয়েকদিন পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার তারিখ এগিয়ে নিয়ে আসে। নাঊযুবিল্লাহ!

 


পাশের চিত্রে দেখা যাচ্ছে, সউদী চাঁদ বিষয়ক কর্তৃপক্ষ প্রেস রিলিজটিতে ১২ জানুয়ারী ২০০৫ ঈসায়ী সালে ইয়াওমুল আরবিয়া বা বুধবার পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার পহেলা তারিখ ঘোষণা করে এবং সে অনুযায়ী ২১ জানুয়ারী ২০০৫ ঈসায়ী ছিল পবিত্র ঈদুল আদ্বহা পালনের দিন। বাস্তবে ১১ জানুয়ারী ২০০৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সউদী আরবের পবিত্র মক্কা শরীফ উনার আকাশে চাঁদ দেখাও গিয়েছিল। কিন্তু ১৪ জানুয়ারী ২০০৫ ঈসায়ী তারিখে এসে তারা নতুন প্রেস রিলিজ দেয়। নাঊযুবিল্লাহ!


পাশের চিত্রে প্রদর্শিত নতুন প্রেস রিলিজে সউদী কর্তৃপক্ষ বলে- পবিত্র যিলহজ্জ মাস উনার পহেলা তারিখ হচ্ছে ১১ জানুয়ারী ২০০৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার। আর ঈদুল আদ্বহা পালন করতে হবে ২০ জানুয়ারী ২০০৫ ঈসায়ী, ইয়াওমুল খ¦মীস বা বৃহস্পতিবার। নাঊযুবিল্লাহ!

অথচ ১০ তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই চাঁদ অস্ত গিয়েছিল। অর্থাৎ চাঁদ দেখা যায়নি। তাহলে সঠিক তারিখে মাস শুরু হওয়ার পর আবার মনগড়া তারিখে সউদী ওহাবী ইহুদী সরকারের মাস শুরু করার কোনো ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন?