আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
১৭ শাওওয়াল শরীফ ১৪৪৫ হিজরী

দর্শকঃ এটা স্পস্ট বোঝা গেল যে, যেকোন দেশেই চাঁদ প্রথম দেখা যেতে পারে। নির্দিষ্ট একটি দেশে সব সময় চাঁদ দেখা যায়না। তাহলে এবার আমার জানার আগ্রহ একদিনে কি পৃথিবীর সকল দেশ বা স্থানে চাঁদ দেখা সম্ভব?

চাঁদ গবেষকঃ একই দিনে সারা পৃথিবীতে বাঁকা চাঁদ কোনভাবেই দেখা সম্ভব নয়।
এর পেছনে যথেস্ট যুক্তি আছে । তাহলে শুনুন।
আকাশে খালি চোখে দেখার মত চাঁদের নুন্যতম আকার ধারণ করার সময় পৃথিবীর কোন স্থানে সূর্যাস্ত হবে বা চাঁদ দেখার উপযোগী পরিবেশ তৈরী হবে তার কোন বাধা ধরা নিয়ম নেই। যেহেতু বাঁকা চাঁদ একমাত্র সূর্যাস্তের পরেই দেখা সম্ভব। একটি দেশের আকাশে সূর্যাস্তের সময় চাঁদ দেখা না গেলে তাদের পক্ষে পরবর্তী দিনের সূর্যাস্ত ছাড়া চাঁদ দেখার কোন উপায় নেই। ধরা যাক, কোন এক সোমবার সন্ধ্যায় আমাদের দেশে বাঁকা চাঁদ প্রথম দেখা গেল। আমাদের পূর্বে অবস্থিত অন্যান্য মুসলিম দেশে ইতোমধ্যে সন্ধ্যা গত হয়ে গেছে, বাঁকা চাঁদ না দেখে। কারণ তাদের সন্ধ্যা আমাদেরও কয়েক ঘণ্টা পূর্বে এসেছিল, যখন চাঁদ খালি চোখে দেখার মত নুন্যতম আকার ধারণ করেনি। পূর্বের সে সকল দেশে বাঁকা চাঁদ দেখার জন্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই। অবশ্য পশ্চিমের স্থান বা দেশগুলোতে তাদের নিজ নিজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখতে পাবে যদি আকাশ পরিষ্কার থাকে। এখানে উল্লেখ্য যে, যদি কোন স্থানে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা গিয়ে থাকে, সেই সময়ের পর থেকে পৃথিবীর প্রায় সকল স্থানে নিজ নিজ সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদ আকাশে দেখতে পাবে আরও সহজভাবে যেহেতু প্রতি ঘণ্টায় চাঁদের আকার বৃদ্ধি পেতে থাকে। নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিক তারিখ রেখার ঠিক পশ্চিমপার্শ্বে। অর্থাৎ কোন একটা তারিখ বা দিন নিউজিল্যান্ডেই প্রথম শুরু হয় (উত্তর গোলার্ধে রাশিয়াকে ধরা হয়)। যদি কখনও নিউজিল্যান্ডেই (ধরা যাক সোমবার সন্ধ্যায়) প্রথম চাঁদ দেখা যায়, তাহলে সারা পৃথিবীতে সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব যদি আকাশ পরিষ্কার থাকে। কেননা নিউজিল্যান্ড-এর পূর্বদিকে আর কোন দেশেই সোমবার গত হয়ে যায়নি অর্থাৎ কোন দেশকেই চাঁদ দেখার জন্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে না (যদি আকাশ মেঘলা না থাকে)। কিন্তু বাঁকা চাঁদ দেখার ব্যাপারে পূর্বের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি বাঁকা চাঁদ নির্দিষ্ট একটি দেশে সব সময় প্রথমে দেখা যাবে না। তবে হ্যাঁ যদি পৃথিবী সমতল হত তবে “ওয়াহাদাতাল মাতলা” ধারণাটি সত্যি হত। “ওয়াহাদাতাল মাতলার” বিশ্বাস হচ্ছে কোথাও বাঁকা চাঁদ দেখা গেলে তবে সমস্ত বিশ্বের জন্য এটাই যথেষ্ট। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আলাদা দেখার প্রয়োজন নেই এ ধারণা শরীয়ত সম্মত নয়। কিন্তু পৃথিবী গোলাকার হওয়াতে এমনও হয় কোন স্থানে প্রাথমিক অবস্থায় দেখা যাওয়া বাঁকা চাঁদটা ঐ স্থানের কয়েক মাইল পূর্বে একই তারিখে দেখা যায় না এবং ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়; যতক্ষণ না আবার তাদের নিজেদের সীমানায় চাঁদ উঠে। সুতরাং একই দিনে সারা পৃথিবীতে বাঁকা চাঁদ দেখা অসম্ভব।

দর্শকঃ অনেক শুকরিয়া আপনার আলোচনার জন্য।