আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
২৩ রমাদ্বান শরীফ ১৪৪৬ হিজরী

জনাব:-

ইসলামিক ফাউন্ডেশন

বিষয়:- এবারের সাহরী-ইফতারীর সময়সূচীতে সতর্কতামূলক সময় বাদ দেয়ায় রোযা ভঙ্গ হওয়া প্রসঙ্গে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি আপনাদের আজকে সংক্ষেপে বুঝানোর চেষ্টা করবো যে, ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরীর পবিত্র রমাদ্বান শরীফ মাসের যে সাহরী এবং ইফতারের সময়সূচী প্রকাশ করেছে সেটা অনুসরণ করা কতটা রিস্কি এবং সেটা বোঝাতে আমি কিছু প্রমাণ উপস্থাপন করবো।
প্রথমেই আসুন আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে সময়সূচীটা প্রকাশ করেছে সেটা এক নজরে দেখে নেই। এখানে দেখা যাচ্ছে পহেলা রমাদান শুরু হচ্ছে ২রা মার্চ। এই ২রা মার্চ, পহেলা রমাদ্বান ইফতারের সময় দেয়া আছে ৬টা ২ মিনিট। এবার আমি একটা সফটওয়ারে যাবো যেখান থেকে আমরা নামাযের সময়সূচি বের করি। আমি সুবিধার জন্য একুরেট টাইম (Accurate Times Software) সফটওয়ারটি ব্যবহার করছি।
প্রথমে দেখুন এখানে Preference আছে। এখানে একটি অপশন আছে, লেখা আছে Minutes to Maghreb । আরও লেখা আছে Add অর্থাৎ আপনি এখানে সেফটি টাইম এড (Add) করতে পারেন। অর্থাৎ যে এলাকায় সূর্যাস্ত যে সময়ে হবে ঠিক সেই সময়টায় সাথে সফটওয়ারে একটি সেফটি টাইম যোগ করার সুযোগ দেয়া থাকে। মাগ্রিবের ক্ষেত্রে সেটা সবোর্চ্চ পাঁচ মিনিট এড করা হয়। এবার দেখুন, সফটওয়ারে আমি সূর্যাস্তের সাথে যখন সময় যোগ না করে কেবল জিরো লিখেছি। অর্থাৎ আমি কোন সেইফটি টাইম এড করিনি। তখন ২রা মার্চ নামাযের সময়সূচী কি আসে?
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, মাগরীবের সময় জিরো (০) মিনিট অর্থাৎ কোন সময় এড করা হয় নি। এবং ঢাকার জন্য যখন সময় বের করেছি (City Settings: 0 Km. অর্থাৎ আমি ধরেন জিরো পয়েন্ট ঢাকার জিরো পয়েন্ট ধরে করেছি। জিরো কিলোমিটার। আশেপাশে কোন এরিয়াকে আমি কন্সিডারেশনে নিচ্ছি না। এবং হানাফী মাযহাব অনুযায়ী। )
এবার দেখুন আমরা মাগরীবের সময় পাচ্ছি ৬টা ২ মিনিট। তাহলে দেখা গেল যে ইসলামিক ফাউন্ডেশন যেই সময়সূচীটা বের করেছে সেখানে তারা মাগরীবে কোন সেফটি টাইম এড করে নি। তাহলে এই যে করেনি এটা কতটুকু সঠিক হয়েছে। আচ্ছা এবার দেখুন, ঢাকা শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে সূর্যোদয়ের সময়ের কতটুকু পার্থক্য হয়।
আচ্ছা যেকোন একটা মাসের হিসেব ধরে আমি করছি ঢাকা শহরের কেন্দ্র থেকে অর্থাৎ আমি জিরো পয়েন্ট ধরি ১০ কিলোমিটার দূরে সুর্যাস্তের সময়ের কতটুকু পার্থক্য হয়। আচ্ছা যদি পহেলা জানুয়ারী ধরি তাহলে কেন্দ্রে যদি সূর্যাস্ত হয় ৫টা: ২২মিনিট:২৭ সেকন্ড। তাহলে উত্তরে হবে: 5:22:16 (-11 সেকেন্ড)। পূর্বে হবে: 5:22:04 (-24 সেকেন্ড)। দক্ষিনে হবে: 5:22:38 (10 সেকেন্ড যোগ হবে)। পশ্চিমে হবে: 5:22:51 (23 সেকেন্ড)। আর গ্রীষ্মকালে যদি ধরি ১৮ই জুন।
কেন্দ্রে যদি হয় সুর্যাস্ত: 6:47:41। উত্তরে হবে: 6:47:53 (11 সেকেন্ড) পার্থক্য। পূর্বে হবে: 6:47:17 (-24 সেকেন্ড) পার্থক্য। দক্ষিনে হবে: 6:47:29 (-12 সেকেন্ড) পার্থক্য। এবং পশ্চিমে হবে: 6:48:05 (23 সেকেন্ড) পার্থক্য।
অর্থাৎ, ১০ কিলোমিটার রেডিয়াসে কেন্দ্র থেকে আধা মিনিট এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মাঝে ১ মিনিট পর্যন্ত সময়ের হের ফের হতে পারে। তাহলে যদি ১০ কিলোমিটার রেডিয়াসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে যদি ১ মিনিটের পার্থক্য হয় তাহলে অবশ্যই আমি যখন ঢাকা শহরের ইফতার এবং সেহরীর সময়সূচী করবো। তখন অবশ্যই আমার সেফটি টাইম এড করা দরকার ছিলো। মিনিমাম ৫ মিনিট এড করার দরকার ছিলো। কিন্তু এটা না করে এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে সময়ের ১ মিনিটের একটা প্রার্থক্য এটাকে ইগনোর করা হলো। এটা অত্যন্ত রিস্কি একটা সময়সূচী হয়েছে। এবং এই সময়সূচী অনুস্মরণ করে যথেষ্ট সম্ভাবনা আছে মানুষের রোযা নষ্ট হয়ে যাওয়ার। অবশ্যই এ বিষয়টা ইসলামিক ফাউন্ডেশনের যারা সময় সূচী নির্ধারণ করেছেন। তাদের এই বিষয়টা আরো চিন্তা ভাবনা করার এখনো সময় আছে। তাড়াতাড়ি করে চিন্তা ভাবনা করতে হবে। তাদের সেফটি টাইম এড করতে হবে। কারণ তারা এমন কোন সফটওয়ার দেখাতে পারবে না । যেখানে সেফটি টাইম এড করা ছাড়া মাগরিবের সময়সূচী নির্ণয় করা হয়।

প্রসংগ সূর্যাস্তের সময় ও ইফতারিঃ
আবহাওয়া বিভাগ থেকে সূর্যাস্তের সময় যেটা দেয়া হয়, সেই মুহুর্তে ইফতার করা প্রসংগে:
সূর্যাস্তের সময় দেখে ইফতারি করলে যে সমস্যা (অর্থাৎ যখন সাবধানতার জন্য কোন সময় যোগ করা না থাকে)
তখন একটাই সমস্যা।
১। এটা রাউন্ডেড। এপ্রক্সিমেট। যেমন ৬ টা ০১ মিনিট ৫৭ সেকেন্ডে হিসাব দেখানো হয়েছে। এটাই পত্রিকায় সূর্যাস্তের সময় হিাসাবে ছাপানো হয়েয়ে ৬ টা ০২।
২। এটা শহরের কেন্দ্রের জন্য প্রযোজ্য। কেন্দ্র থেকে প্রতি কিলোমিটার দূরে গড়ে আড়াই সেকেন্ড করে বাড়ে-কমে। দূরে কোন দিকে সেটার উপর ভিত্তি করে এই সময়টা আরো বাড়বে।
৩। সূর্যাস্তের সময় হিসাব করা হয় ভুমির সমতলে দাড়িয়ে সূর্যাস্ত দেখলে যা হতো, সেই সময়। আর আমারা ইফতারি করি ১০ তলা ১৪ তলায় বসে। এটার কথা মনে রেখে হিসাব করা প্রয়োজন।
তাই যা প্রয়োজন :
১। কমপক্ষে ৩ মিনিট যোগ করেন। উপরের ১ নম্বর পয়েন্টের জন্য। নচেৎ সম্ভাবনা আছে সূর্য তখনো অস্ত যায় নি।
২। পারলে ৪ মিনিট যোগ করেন। এটা সেইফ। যেহেতু অপনি শহরের কেন্দ্রে থাকেন না। ২-৩ সেকেন্ড পার কিলোমিটার কিন্তু একটা সিগনিফিকেন্ট সময়।
৩। পারলে ৫ মিনিট যোগ করেন। ভুমি থেকে আপনার উচ্চতার জন্য, আর বাতাসের refection এর তারতম্যের জন্য। এর পর আর সন্দেহ থাকে না।
৪। ঢাকা শহরে থাকেন না। কিন্তু ঢাকা জেলায় থাকেন। এবং শহরের হিসাব করা সময় মত ইফতারি করেন। তবে হিসাব করা সময়ের সাথে তবুও ৫ মিনিট যোগ করেন।
উপসংহার: ১০ কিলোমিটার রেডিয়াসে কেন্দ্র থেকে আধা মিনিট। এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মাঝে ১ মিনিট পর্যন্ত সময়ের হের ফের হতে পারে।
সূর্যের কেন্দ্র যখন মাথার উপর থেকে নেমে ৯০ ডিগ্রী ৫০ মিনিট [৯০° ৫০’] নিচে নেমে যায়, তখন বিশ্বব্যপি আবহাওয়া অফিসের সূর্য়াস্ত হিসাব করা হয়।
৯০° নিচে নামলে সূর্যের কেন্দ্র দিগন্ত বরাবর থাকে। এর পর আরো ১৬’ নামলে সূর্যের বাকি অর্ধেকটা ডুবে যায়। এর পর বাতাসের প্রতিসরন [ Atmospheric refraction ] এর জন্য আরো ৩৪’ নামতে হয়। যোগ করলে ৯০° ৫০’।
৩৪’ ধরা হলেও এটা ৫’ বাড়ে বা কমে প্রতিদিন বাতাসের তাপমাত্রার উপর নির্ভর করে। ক্ষেত্র বিশেষে ১° উপর হতে পারে। ১০’- ১৫’ পার্থক্যের জন্য সূর্যাস্ত সময়ে ১ মিনিট পার্থক্য হয়।
সে কারনে সূর্যাস্তের সময়ের সাথে সেকেন্ড দেখানো হয় না কখনো। এটা approximate. আধা মিনিট কম বেশি হতে পারে। এর থেকে একুরেটলি হিসাব করার উপায় নেই।
মনে করেন: মাটিতে দাড়িয়ে আমি দেখলাম এই মাত্র সূর্যাস্ত হয়ে গিয়েছে। সংগে সংগে গাছের মাথায় ঊঠে গেলে আমি আবার সূর্যের কিছু অংশ দেখতে পারবো।
উপরে ঊঠলে আরো দূরে দেখা যায় বলে এটাকে বলে Horizontal dip.
এখন এর জন্য কত তলায় উঠলে কতটুকু সময় দেরিতে সূর্যাস্ত হবে?
নির্ভর করে, লোকেশনের উপর। পৃথিবীর যত উত্তর বা দক্ষিনে যাবেন, তত বেশি পার্থক্য হবে।
সহজ হিসাব:
৪ তলায় থাকলে আধা মিনিট পর সূর্যাস্ত দেখতে পাবেন।
১০ তলায় ১ মিনিট
২৫ তলায় দেড় মিনিট।
সহজ ফরমুলা:
মিনিট দেরি হবে = 0.3 √( তলা )

ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান,
মহাকাশ গবেষক
সভাপতি, আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল