আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
২৭ রবীউছ ছানী শরীফ ১৪৪৭ হিজরী
লাইভ:

বাংলাদেশের জন্য ১৪৪৭ হিজরীর জুমাদাল উলা মাসের চাঁদ তালাশ

অমাবস্যা: ২৮শে রবীউছ ছানী ১৪৪৭ হিজরী, ২১শে অক্টোবর ২০২৫ খৃঃ, লাইলাতুল আরবিয়া (বুধবার), বাংলাদেশ সময় (কে এম টি + ৩ ঘন্টা) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট
চাঁদ তালাশ: ২৯শে রবীউছ ছানী শরীফ ১৪৪৭ হিজরী, ২৩শে খমীস ১৩৯৩ শামসী, ২২শে অক্টোবর ২০২৫ খৃঃ, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায়।

বিস্তারিত

চাঁদের সঠিক তারিখ নিশ্চিত করতে মাজলিসু রুইয়াতিল হিলাল

“চাঁদ দেখে রোযা রাখো, চাঁদ দেখে ঈদ করো” (হাদীছ শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক অনুযায়ী আমল করতে হলে প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া এবং সঠিকভাবে চাঁদ তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা ফরয। চাঁদের তারিখ সঠিকভাবে শুরু না হলে প্রতি মাসের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ কখনই শুদ্ধ হবে না। তাই এ কাজের যথাযথ আনজাম দিতেই গঠিত হয়েছে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি- “মাজলিসু রুইয়াতিল হিলাল”।

আহলে সুন্নাতুল জামায়াত উনার আকিদাভুক্ত যে কোন ঈমানদার মুসলমান এই কমিটির সদস্য হতে পারেন।

০১৭১৩ ৪৫৬৮৬৫

আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
আমাদের কথা

মুজাদ্দিদে আযম, ইমামুল আইম্মাহ, মুহিউস-সুন্নাহ, কুতুবুল আলাম, আওলাদুর-রসুল, সাইয়্যিদুনা রাজারবাগ শরিফ উনার মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ১৪২৭ হিজরী সনের পবিত্র যিলহজ শরীফ মাসে আনুষ্ঠানিকভাবে “মাজলিসু রুইয়াতিল হিলাল” প্রতিষ্ঠা করেন। জানুয়ারী ২০০৭ ঈসায়ী সাল থেকে মাজলিসু রুইয়াতিল হিলাল একটি জাতীয় চাঁদ দেখা কমিটি হিসাবে কাজ করছে তবে বিশ্বজুড়ে ইসলামিক মাস শুরু করার জন্য এবং চাঁদ পর্যবেক্ষণ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে মাজলিসু রুইয়াতিল হিলাল তাদের কার্যক্রম বৃদ্ধি করে চলেছে।

মাজলিসু রুইয়াতিল হিলালের কাঠামোগত শক্তি

  • যিনি যামানার লক্ষ্যস্থল ওলী আল্লাহ যামানার ইমাম ও মুস্তাহিদ মুজাদ্দিদে আযম সাইয়্যিদুনা মামদুহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সরাসরি এই সংগঠনের পৃষ্ঠপোষক।
  • আমাদের অভিজ্ঞতা, পাঁচ দশকেরও বেশি সময়।
  • আমাদের সমস্ত গবেষণা ইসলামি শরীয়াহ ভিত্তিক
  • সমৃদ্ধ গ্রন্থাগার এবং নিবেদিত বিশেষজ্ঞ দল
আমাদের উদ্দেশ্য

মুসলমানদের জন্য চাঁদের গুরুত্ব তুলে ধরা এবং সেই লক্ষে আন্তর্জাতিক ভাবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য চাঁদ দেখা কমিটি প্রতিষ্ঠা করা এবং সঠিক তারিখে মাস শুরু করে সমগ্র বিশ্বের মুসলমান উনাদের আমল পালন করার সুযোগ সৃস্টি করে দেয়া। সর্বশক্তিমান মহান আল্লাহপাক ঘোষণা মুবারক করেছেন “অবশ্যই নাসি বা হিজরী মাসকে এগিয়ে বা পিছিয়ে নেয়া, কুফরীকে বাড়িয়ে দেয়”।(সূরা তওবা)। এর অর্থ হচ্ছে হিজরী মাস এবং তারিখকে সামনের দিকে বা পিছনে সরিয়ে নিয়ে যাওয়া চরম কুফরী ও হারাম, বর্তমানে বহু তথাকথিত মুসলমান সরকার সহ সউদি ইহুদী সরকার চাঁদের তারিখ হেরফের করছে এমনকি পবিত্র হজ্জের তারিখ পরিবর্তন করে বিশ্বের সকল মুসলমান উনাদের হজ্জ নস্ট করে দিচ্ছে। তাই আমরা চাই……… ১) সঠিক তারিখে চাঁদ তালাশের আয়োজন করা। ২) খালি চোখে চাঁদ দেখার ব্যবস্থা নিশ্চিত করা। ৩) নির্ভরযোগ্য সুত্র থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করা ৪) নির্ভরযোগ্য চাঁদ দেখা গবেষণা মজলিস প্রতিষ্ঠা করা। ৫) চাঁদ দেখার উপর সিলেবাস রচনা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জারী করা।

About International Majlisu Ruiatil Hilaal

আমাদের প্রকাশনা

আপনি কি জানেন ১৩৬৭ হিজরী (১৯৪৮ ঈসায়ী) সাল থেকে চলছে মুসলমান উনাদের পবিত্র ইবাদত হজ্জ নষ্ট করার ষড়যন্ত্র? সি.আই.এ ও অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাঈলের সহযোগিতায় সউদী ওহাবী ইহুদী সরকার চাঁদের তারিখ পরিবর্তন করার মাধ্যমে পবিত্র হজ্জ নষ্ট করতেছে। সুতরাং মুসলমানদেরকে চাঁদ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কাফির-মুশরিক এবং ওহাবী ইহুদীদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচিত হবে। আর রক্ষা পাবে সাধারণ মানুষের মূল্যবান ঈমান-আক্বীদা ও সংশোধিত হবে তাদের আমল।

 
রুইয়াতিল হিলাল

রুইয়াতিল হিলাল

সৌদি ওহাবী ইহুদি চক্রান্তের মুখোশ উন্মোচন

সৌদি ওহাবী ইহুদি চক্রান্তের মুখোশ উন্মোচন